ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে মহাসড়কের চাপ আঞ্চলিক সড়কে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
টাঙ্গাইলে মহাসড়কের চাপ আঞ্চলিক সড়কে

টাঙ্গাইল: টাঙ্গাইলে মহাসড়কে যানজট এড়াতে প‌রিবহনগু‌লো আঞ্চলিক সড়‌ক ব্যবহার করছে। এতে আঞ্চ‌লিক সড়কগুলোতে চাপ বেড়েছে।

ভুঞাপুর- এলেঙ্গা-বঙ্গবন্ধ‌ু সেতু আঞ্চ‌লিক সড়‌কগুলোর কোথাও কোথাও ধীরগ‌তিতে চলাচল করতে দেখা গেছে ঢাকাগাম‌ী প‌রিবহনগু‌লোকে।

সোমবার (০৮ এপ্রিল) সন্ধ‌্যা থে‌কে ভুঞাপুর-এলেঙ্গা-বঙ্গবন্ধ‌ু সেতু আঞ্চ‌লিক সড়‌কে এমন প‌রি‌স্থিতির সৃ‌ষ্টি হয়েছে।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের এলেঙ্গা থেকে সেতুপূর্ব গোলচত্ত্বর পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার সড়ক‌টি দুই লে‌নের। এ কারণে মহাসড়কে যানজট এড়া‌তে শুধুমাত্র ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা উত্তরবঙ্গগামী প‌রিবহনগু‌লো চলাচ‌লের জন‌্য দুইলেন ব‌্যবহার করা হ‌চ্ছে। অন‌্যদি‌কে ঢাকাগামী প‌রিবহনগু‌লো সেতুর গোলচত্ত্বর থে‌কে বঙ্গবন্ধু সেতু-ভুঞাপুর-এলেঙ্গা সড়‌কে ঘু‌রি‌য়ে দেওয়া হ‌চ্ছে।

প‌রিবহনগু‌লো ২৯ কি‌লো‌মিটার ওই সড়ক দি‌য়ে যাওয়ায় প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে‌ছে। এতে সড়ক‌টির কোথাও কোথাও ধীরগ‌তিতে চল‌ছে প‌রিবহন।

এদি‌কে সন্ধ‌্যার পর থে‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব মহাসড়‌কের এলেঙ্গা থেকে সেতুপূর্ব পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার অং‌শে প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে‌ছে। ত‌বে কোথাও যানজটের সৃ‌ষ্টি হয়‌নি।

এলেঙ্গা বাসস্ট‌্যান্ড এলাকায় অনেক যাত্রী প‌রিবহ‌নের জন‌্য অপেক্ষা কর‌ছে। গণপ‌রিবহন না পে‌য়ে কেউ কেউ প‌রিবার নি‌য়ে খোলা ট্রাক ও পিকআপভ্যানে চে‌পে বা‌ড়ি‌ রওনা দি‌য়ে‌ছেন। প‌রিবহন সংকটের কার‌ণে বা‌সে বাড়‌তি ভাড়া আদায় করা হ‌চ্ছে ব‌লেও অভেযোগ করছেন যাত্রী‌রা।

মহাসড়‌কে দা‌য়িত্বরত পুলিশ সদস‌্য আফজাল জানান, বি‌কে‌লের পর মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে‌ছে। ত‌বে ধীরগ‌তি বা যানজট নেই। সন্ধ‌্যার পর রা‌তে প‌রিবহ‌নের সংখ‌্যা আরও বে‌শি হ‌তে পারে।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।