ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সদিচ্ছায় ঈদযাত্রা নির্বিঘ্ন হয়েছে: রেলমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
প্রধানমন্ত্রীর সদিচ্ছায় ঈদযাত্রা নির্বিঘ্ন হয়েছে: রেলমন্ত্রী

রাজবাড়ী: প্রধানমন্ত্রীর সদিচ্ছার কারণে ঈদে যাত্রীরা ট্রেনে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছেন বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর পাংশায় নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চেয়েছেন ঈদে যাত্রীরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে তাদের বাড়ি ফিরতে পারেন। প্রধানমন্ত্রীর নির্দেশ আমরা পালন করেছি। আন্তরিকভাবে যদি কোনো কাজ করা যায় আমার মনে হয় সেই কাজে সফলতা আসে। রেলপথ মন্ত্রণালয় এবং রেলপথ পরিদর্শন অধিদফতর আমরা সবাই মিলে আন্তরিকভাবে চেষ্টা করেছি যাত্রীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে। আমাদের চেষ্টা ফলপ্রসু হয়েছে। এজন্য আমরা জনগণকে ধন্যবাদ জানাই এবং রেলের কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানাই। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সদিচ্ছা ও নির্দেশনার কারণে তাকেও ধন্যবাদ জানাই।

মন্ত্রী বলেন, আমরা যাত্রীদের ফিরতি টিকিটও দিয়েছি। ঈদে যেমন তারা নির্বিঘ্নে বাড়ি ফিরেছেন। ঈদ শেষেও তারা একইভাবে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।