ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারের কাছে রেললাইনে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি ঢাকা ফিরছিল।

জানা গেছে, বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টার দিকে তেজগাঁও মাছের আড়তে সামনে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ তথ্য নিশ্চিত করেন কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, তেজগাঁওয়ে ঢাকা অভিমুখী আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের একটি ট্রেনের বগি কারওয়ান বাজারের কাছে লাইনচ্যুত হয়। আপাতত বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। সেখানে উদ্ধার কাজ চলছে। পরে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

এদিকে, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঘটনাস্থল এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে কারওয়ান বাজার রেলক্রসিং ও মগবাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। উল্টো দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনও লাইনে আটকে থাকে।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
এনবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।