ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে নিখোঁজ হওয়ার ৪ দিন পর মিলল কলেজছাত্রের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
গোপালগঞ্জে নিখোঁজ হওয়ার ৪ দিন পর মিলল কলেজছাত্রের মরদেহ 

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজ হওয়ার চারদিন পর পুকুর থেকে সুব্রত বাড়ৈ (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলার কলিগ্রামের মামা বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুব্রত বাড়ৈ মুকসুদপুর উপজেলার আমগ্রাম পশ্চিমপাড়ার রাধাবল্লভ বাড়ৈ এর ছেলে। সে বঙ্গরত্ন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।  

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, সুব্রত বাড়ৈ কলিগ্রামে মামা গৌরাঙ্গ বালার বাড়ি থেকে পড়ালেখা করতো। গত চারদিন আগে বাড়ি থেকে ওর এক বন্ধু বাউল গান দেখার জন্য সুব্রতকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

আজ বুধবার সকালে মামাবাড়ির পাশের একটি পুকুরে সুব্রতর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত সুব্রতর দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।