ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মহাদেব (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার (১৭ এপ্রিল) সকালে জেলা শহরের তরুণীবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মহাদেব জেলা সদর উপজেলার জামিরবাড়ী জলিলপাড়ার বিমল চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান মহাদেব। স্থানীয়রা বিষয়টি দেখে থানায় জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম নুরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫  ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।