ঝালকাঠি: রাজাপুরের বাগড়ি বাজারে ১৮০ টাকা কেজি দরে পচা চিংড়ি বিক্রির দায়ে ৯৭ কেজি পচা চিংড়ি জব্দসহ তিন বিক্রেতাকে আটক করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে চিংড়িগুলো জব্দসহ তাদের আটক করা হয়।
আটক তিন বিক্রেতাকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রাজাপুর উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার আলগী গ্রামের ইউনুছ মিয়ার ছেলে মোফাজ্জেল (৬২), পাথরঘাটা উপজেলার পশ্চিম হাড়িটানা এলাকার হারুন ফকিরের ছেলে মো. ইমন (২০) ও একই এলাকার ফোরকান হোসেনের ছেলে মো. বেল্লাল (২৬)।
উপজেলা মৎস্য অধিদপ্তর জানায়, বাজার মনিটরিংয়ে পচা মাছ বিক্রির দায়ে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯৭ কেজি পচা চিংড়ি জব্দ করা হয়। উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে তাদের সোপর্দ করা হলে মোফাজ্জেলকে এক হাজার, ইমনকে পাঁচ হাজার ও বেল্লালকে পাঁচ হাজারসহ ১১ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
রাজাপুর ইউএনও ফারহানা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়ে কথা জানিয়ে বলেন, জনস্বার্থে আমাদের অভিযান চলমান থাকবে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
এসআরএস