ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পালাতে গিয়ে ডিবির গাড়িতে ধাক্কা, লুঙ্গি থেকে বেরিয়ে এলো চুরির ছাগল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
পালাতে গিয়ে ডিবির গাড়িতে ধাক্কা, লুঙ্গি থেকে বেরিয়ে এলো চুরির ছাগল 

জামালপুরে মেলান্দহে ছাগল চুরি করে ব্যাটারি চালিত অটো নিয়ে পালানোর পথে ডিবির টহল গাড়ির সাথে ধাক্কা খেলে, পুলিশের হাতে ধরা পড়ে সেই চোর।

ডিবির (গোয়েন্দা পুলিশ) গাড়ির সাথে ধাক্কা খাওয়ার পর আলমগীর (৩৫) নামের এক যাত্রীর লুঙ্গির নিচ থেকে বের হয় চুরি করা একটি ছাগল।

এ ঘটনায় সেই যুবককে পুলিশে হস্তান্তর করা হয়েছে৷ 

রোববার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার মালঞ্চ নতুন বাজারে দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কে টহলরত ডিবির সিএনজি অটোরিকশার সাথে ব্যাটারি চালিত অটোর ধাক্কা লাগে।  

এসময় ওই যুবকের পড়নে থাকা লুঙ্গির নিচ থেকে ছাগল বের হয়। পরে জিজ্ঞাসাবাদে ছাগলটি চুরি করেছে বলে স্বীকার করে সেই যুবক।

আটক মো. আলমগীর জামালপুর সদর উপজেলার মুসলিমাবাদ এলাকার মো. আমানউল্লাহর ছেলে।  

ডিবি পুলিশ জানায়, উপজেলার মালঞ্চ নতুন বাজার এলাকায় টহলরত ডিবি পুলিশের সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় একটি ব্যাটারি চালিত অটো। এসময় ডিবি পুলিশ ওই যুবককে অটো থেকে নামতে বললে তিনি নামতে চাননি। পরে জোর করে নামানোর সময় ওই যুবকের লুঙ্গির নিচ থেকে ছাগল বের হয়ে আসে। এসময় জিজ্ঞাসাবাদ করলে ছাগলটি চুরি করে পালাচ্ছিল বলে স্বীকার করে ওই যুবক। পরে তাকে আটক করে মেলান্দহ থানা পুলিশের হাতে তুলে দেন।

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, ছাগল নিয়ে পালানোর সময় এক যুবক আটক হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
এমইউএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।