ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫) নামে বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী গ্রামে ডাঙ্গারপাড়া সীমান্তের ৮৪৮ নম্বর প্রধান পিলার ও উপপিলার ৯-এর কাছে এ ঘটনা ঘটে।

তিনি কালাম এলাকার মৃত অপির উদ্দিনের ছেলে।  

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় ৪-৫ জন যুবক ভোরের দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ফুলকাডাবরী গ্রামের পকেট এলাকায় গরুসহ অন্যান্য পণ্য পাচারের চেষ্টা করে। এ সময় ভারতের ১৬৯ কোচবিহার রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের দেখে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে বাংলাদেশি তরুণ আবুল কালামের বুকের ডান পাশ দিয়ে গুলি ঢুকে তা বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সহযোগীরা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে কালামের মৃত্যু হয়।

শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে আবুল কালাম নিহত হয়েছেন। তাদের বাড়িতে গিয়েছিলাম।

আবুল কালামের মা মমতা বেগম বলেন, কিছু দিনের মধ্যে কালামের বিয়ের কথা ছিল। কী কারণে বা অপরাধে বিএসএফ আমার ছেলেকে গুলি করে হত্যা করল? আমি এই হত্যার বিচার চাই।  

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের তিস্তা ২ এর অধীনে ঝালঙ্গী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নুরুল আমিন বলেন, বিএসএফের গুলিতে আবুল কালাম নামে এক চোরাকারবারি নিহত হয়েছেন শুনেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ পুলিশ উদ্ধার করেছে। তার নিহত হওয়ার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের চিঠি দেওয়া হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ বলেন, সীমান্তে আহত যুবক আবুল কালামকে হাসপাতালে আনার পথে তিনি মারা যান। মরদেহের সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করে ময়নাতদন্তের জন্যে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে  পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।