ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজার সৈকতে ‘হিট স্ট্রোকে’ পর্যটকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
কক্সবাজার সৈকতে ‘হিট স্ট্রোকে’ পর্যটকের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মতিউর নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

সৈকতের বিচ কর্মী বেলাল হোসেন জানান, সকালে ওই পর্যটক সুগন্ধা পয়েন্টের সৈকতে নেমে লাইভগার্ডের টাওয়ারের পাশে গিয়ে দাঁড়ান। এ সময় তিনি হঠাৎ পড়ে যান। পরে লাইফগার্ড ও বিচ কর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই ওই পর্যটকের মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে এই পর্যটকের মৃত্যু হয়েছে।

জানা গেছে, মতিউর কুমিল্লা জেলার বুড়িচংয়ের কংশ নগরের আব্দুস সামাদের ছেলে। তিনি বৃহস্পতিবার কক্সবাজার এসে হোটেল মোটেল জোনের সি ভিউ নামে একটি হোটেলে ওঠেন।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক গাজী মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
এসবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।