ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

অসচ্ছল মানুষের আইনগত সহায়তা পাওয়া করুণা নয়: আইনমন্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
অসচ্ছল মানুষের আইনগত সহায়তা পাওয়া করুণা নয়: আইনমন্ত্রী  ছবি: ডিএইচ বাদল

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা আইনের শাসন, মানবাধিকার, ন্যায়বিচার, সমতার লক্ষ্যে কাজ করছি। আর্থিকভাবে অসচ্ছল নাগরিক যারা পিছিয়ে তারা আইনগত সহায়তা পাবেন এটা স্বাভাবিক।

আইনগত সহায়তা পাওয়া করুণা নয়, তার অধিকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মূল সংবিধানে সমতার অধিকার, ধনী-গরিব নির্বিশেষে সমান অধিকারের নিশ্চয়তা দিয়েছিলেন।  

রোববার (২৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর কেউ এ অধিকার নিয়ে কাজ করেনি মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার সরকার গঠন করলে ২০০০ সালে অসচ্ছল নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়। এরপর শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে গেলে এ অধিকার হারিয়ে ফেলে। এরপর ২০০৯ সালে আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে নতুন করে আলোর মুখ দেখে। ঢাকায় জাতীয় আইনগত সহায়তা দেওয়া কেন্দ্রের প্রধান কার্যালয় স্থাপন ও ৬৪ জেলায় কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।  

প্রসঙ্গত, ২০১৩ সালের আজকের এদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জাতীয় আইনগত সহায়তা দিবস ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
এনবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।