ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ডলার প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
ময়মনসিংহে ডলার প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহ: জেলায় ডলার প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৮ এপ্রিল) বিকেলে গ্রেপ্তারদের ময়মনসিংহ চিফ জুডিসিয়াল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার রাতে জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া মোড়স্থ একটি খাবারের হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৫টি জাল ডলার জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের মোজাম্মেল হক (৪৫) এবং স্থানীয় কেশবপুর গ্রামের ইদ্রিস আলী (৫০)। এর মধ্যে ইদ্রিস আলীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বাংলানিউজকে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে জাল ডলার দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।