ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইতালিপ্রবাসী পরিবারকে বাঁচাতে গিয়ে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, মে ৪, ২০২৪
ইতালিপ্রবাসী পরিবারকে বাঁচাতে গিয়ে যুবক খুন নিহত

কুমিল্লা: কুমিল্লায় এক প্রবাসীর পরিবারকে আক্রমণ থেকে বাঁচাতে গিয়ে এক যুবক খুন হয়েছেন।  

শুক্রবার (৩ মে) সন্ধ্যায় জেলার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের বাংলা বাজারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ফরিদ উদ্দিন, বেলঘর দক্ষিণ ইউনিয়নের নাটোপাড়া গ্রামের আলীম উদ্দিনের ছেলে তিনি। অভিযুক্ত ঘাতকরা হলেন একই এলাকার আবুল হাশেমের ছেলে মাসুদ, মামুন ও স্থানীয় যুবক সাত্তার।

ঘটনার প্রত্যক্ষদর্শী আফরোজা বেগম বলেন, আমার ভাই আবু তাহের উদ্দিন, তার স্ত্রী তানজিনা বেগমসহ সবাই ইতালিপ্রবাসী। শুক্রবার আমরা ভাইয়ের শ্বশুরবাড়ি চলুন্ডা গ্রামে যাই। সেখানে ভাইয়ের জমি কেনার ২৮ লাখ টাকা ও ভাবির সৌদি আরব থেকে আনা ১০ ভরি স্বর্ণালংকার আনতে যাই। সবকিছু নিয়ে নাটোপাড়া গ্রামে ফিরছিলাম। সিএনজি অটোরিকশা বাংলাবাজারের কাছাকাছি আসার পর একটি অটোরিকশা নিয়ে স্থানীয় আবুল হাশেমের ছেলে মাসুদ, মামুন ও স্থানীয় সাত্তারসহ কয়েকজন আমাদের থামায়। তারা মার মার বলে নেমে আসে। আমার ভাইয়ের কাছে থাকা টাকা, ভাবির স্বর্ণসহ সব ছিনিয়ে নেয়। কয়েকজন ভাইসহ সবাইকে মারছিল। ভাইকে রাস্তায় শুইয়ে গলায় ছুরি ধরে। এতে তার গলা ও ঘাড় কেটে যায়। এসব ঘটনা দূরে থেকে দেখে দৌড়ে আসে আমাদের চাচাতো ভাই ফরিদ। সে আমাদের বাসায় কাজ করতো। এসময় মামুন ও মাসুদ ফরিদকে একের পর এক ছুরি দিয়ে আঘাত করে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, টাকা বা স্বর্ণ লুটের কিছু শুনিনি। আমরা শুনেছি অটোরিকশাকে সাইড দেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। এসময় দুই পক্ষের সংঘর্ষ হলে বাড়ি থেকেও লোকজন এসে মারামারিতে যুক্ত হয়। এসময় ফরিদ নিহত হন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

অভিযুক্তরা পলাতক রয়েছেন এবং এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩৫৭ ঘণ্টা,  মে ০৩, ২০২৪
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।