ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

নরসিংদীতে অস্ত্রসহ মাদক কারবারি চক্রের হোতা গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মে ৪, ২০২৪
নরসিংদীতে অস্ত্রসহ মাদক কারবারি চক্রের হোতা গ্রেপ্তার 

নরসিংদী: নরসিংদীর বেলাবতে অস্ত্র ও মাদকসহ রবিন ওরফে সুইম খন্দকার (৩৩) নামে আন্তজেলা পেশাদার মাদক কারবারি চক্রের হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ মে) দুপুরে বেলাব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম ও বেলাব থানার ওসি আজিজুর রহমান।

গ্রেপ্তার রবিন বেলাব উপজেলার ভাবলা গ্রামের রুস্তম খন্দকারের ছেলে।

সংবাদ সম্মেলনে আফসান আল আলম জানান, শুক্রবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাবলা গ্রামে অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ ও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রবিন ওরফে সুইম খন্দকার মাদক ব্যবসা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ৫টি মাদক মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে আদালত থেকে ৪টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।