ঢাকা, বুধবার, ১৭ আশ্বিন ১৪৩১, ০২ অক্টোবর ২০২৪, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মে ১৮, ২০২৪
বরিশালে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত

বরিশাল: ‘শিক্ষা ও গবেষণার জন্য জাদুঘর’ এই প্রত্যয় নিয়ে বরিশালে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করা হয়েছে।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় বরিশাল জাদুঘর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জাদুঘর চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জাদুঘরের সহকারী কাস্টডিয়ান আরিফুর রহমানের সঞ্চালনায় যেখানে বক্তারা বলেন, বরিশাল পুরাতন কালেক্টরেট ভবনে জাদুঘরের যাত্রা শুরু হয় ২০১৫ সালে। এরপর থেকে পর্যায়ক্রমে নানা প্রত্নবস্তু দিয়ে জাদুঘরটি সমৃদ্ধ হয়ে উঠছে। জাদুঘর কেবল পুরানো ঐতিহ্য বহন করে না, এর থেকে শিক্ষণীয় বিষয় আছে এবং গবেষণার জন্য গুরুত্ব বহন করে। এজন্য বক্তারা দর্শনার্থীদের জাদুঘরে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মে ১৮, ২০২৪
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।