ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

নওগাঁয় দোকান বন্ধ রেখে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মে ৫, ২০২৪
নওগাঁয় দোকান বন্ধ রেখে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট

নওগাঁ: ওষুধ প্রশাসন কর্তৃক হয়রানিমূলক মামলার প্রতিবাদে নওগাঁয় ওষুধের দোকান বন্ধ রেখে সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা।

রোববার (৫ মার্চ) বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এতে চরম ভোগান্তিতে পড়েছে রোগীর স্বজনরা।

ওষুধ ব্যবসায়ীরা জানান, সম্প্রতি রেজিস্ট্রেশন নেই এমন ওষুধ রাখার অভিযোগে নওগাঁ শহরের দুই ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা ও তাদের বিরুদ্ধে মামলা করে নওগাঁ ওষুধ প্রশাসন। মামলার পর রাশেদুল ইসলাম নামে এক ব্যবসায়ী আদালতে হাজির হয়ে জামিন চাইলে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়। এর প্রতিবাদেই পুরো জেলায় এই ধর্মঘট চলছে বলে জানা গেছে।

এ অবস্থায় ওষুধ ও কসমেটিক আইন সংশোধন করে দ্রুত হয়রানিমূলক মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানান ব্যবসায়ীরা। তা না হলে অবিলম্বে আরও বৃহৎ আন্দোলন শুরু করার হুমকি দেন তারা।

এদিকে ওষুধের দোকান বন্ধের ফলে চরম বিপদে পড়েছেন রোগীর স্বজনরা। এ সমস্যার দ্রুত সমাধান চান সাধারণ মানুষেরা।

ওষুধ ব্যবসায়ী বজলুর রহমান বলেন, আমরা মানবসেবার ব্রত নিয়ে এ পেশায় এসেছি। কিন্তু ওষুধ প্রশাসন আমাদের সঙ্গে অবিচার করছে। অন্যায়ভাবে মামলা দিয়ে আমাদের সদস্যদের হয়রানি করা হচ্ছে। অন্যায়ের প্রতিবাদে দোকান বন্ধ রেখে রাস্তায় নেমেছি। এ কঠোর আইন সংশোধনের দাবি জানাই।

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি আতাউর রহমান খোকা বলেন, বিষয়টি নিয়ে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়েছিল। কিন্তু সদুত্তর পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মে ০৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।