ঢাকা, বুধবার, ৬ আষাঢ় ১৪৩১, ১৯ জুন ২০২৪, ১১ জিলহজ ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় দুর্ঘটনা

স্ত্রীকে নতুন বাসায় আনতে গিয়ে প্রাণ গেল স্বামীর

তৈয়বুর রহমান সোহেল, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মে ১৭, ২০২৪
স্ত্রীকে নতুন বাসায় আনতে গিয়ে প্রাণ গেল স্বামীর

কুমিল্লা: মাত্র ১৭ দিন আগে নোয়াখালীর চাটখিল উপজেলার শাখাপুর এলাকার মোখলেছুর রহমানের ছেলে পলাশের সঙ্গে বিয়ে হয় চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকার জ্বল হকের ছোট মেয়ে ডলি আক্তারের। বিয়ের পর স্ত্রী ডলিকে নিয়ে ঢাকার মগবাজার এলাকায় কিছু দিন ভাড়া বাসায় ছিলেন এই দম্পতি।

স্ত্রী ডলি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বাঁশবাড়িয়ায় রেখে আসেন পলাশ। এরই মধ্যে ঢাকার মগবাজার এলাকায় নতুন একটি বাসা নেয় পলাশ। স্ত্রীকে নিয়ে নতুন সেই বাসায় উঠার কথা ছিল তার।

এই উদ্দেশ্যে স্ত্রীকে আনতে ঢাকা থেকে চট্টগ্রামের বাঁশবাড়িয়া এলাকায় শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন পলাশ। শুক্রবার সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের বসন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টেকনাফগামী রিলাক্স পরিবহনের ডাবল ডেকের একটি বাস উল্টে যায়। এতে ঘটনাস্থলে নিহত পলাশসহ হন পাঁচ যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা নিহত এবং আহত যাত্রীদের উদ্ধার করেন।

দুর্ঘটনায় স্বামী পলাশের মৃত্যু সংবাদ শুনে ছুটে আসেন নববধূ ডলি। এসময় স্বামীর মরদেহের দিকে তাকিয়ে বারবার মূর্ছা যান তিনি। স্ত্রী ও তার স্বজনদের কান্নার শব্দে পরিবেশ ভারী হয়ে উঠে আকাশ বাতাস।  

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম লোকমান হোসাইন বলেন, বাসটি সকালে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, যাত্রীদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি, ভোরে সড়ক ফাঁকা থাকার কারণে বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। যাত্রীদের নিষেধের পরেও গতি কমাননি। চালক ও সহযোগীকে না পেলেও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ১৫ জনকে চিকিৎসা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চৌদ্দগ্রামে বাস খাদে পড়ে নিহত ৫

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ১৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।