ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মে ৫, ২০২৪
খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে সমিকা ত্রিপুরা (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় একই দিনে বজ্রপাতে চারজনের প্রাণহানি হয়েছে।

রোববার (৫ মে) ভোরে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের শশী কার্বারি পাড়ায় বৃষ্টিসহ বজ্রপাতে নিজ ঘরে থাকা সমিকা দগ্ধ হয়ে মারা যান।

এ সময় তার দুই সন্তান অর্পণ ত্রিপুরা (৩) ও অহনা ত্রিপুরা (৬) দগ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাদের মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে জেলার দীঘিনালার কবাখালি এলাকায় বজ্রপাতে ঘরে আগুন লেগে হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়ার (৮) মৃত্যু হয়। একই সময় রামগড়ে গরজ চাকমা (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়। মারা যায় দুটি গরু। রামগড়ে ভোরের বৃষ্টিপাতে ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ০৫, ২০২৪
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।