ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ৫ দিনেও পরিচয় মেলেনি খালের পাশে পাওয়া সেই মরদেহের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মে ১০, ২০২৪
বাগেরহাটে ৫ দিনেও পরিচয় মেলেনি খালের পাশে পাওয়া সেই মরদেহের

বাগেরহাট: বাগেরহাটে পাঁচ দিনেও পরিচয় মেলেনি খালের পাশে থেকে উদ্ধার হওয়া এক যুবকের মরদেহের।

শুক্রবার (১০ মে) সন্ধ্যা পর্যন্ত তার পরিচয় জানতে পারেনি পুলিশ।

 

এর আগে গত ৫ মে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের শ্মশান ঘাটের উত্তর পাশে ভুটিয়ামারি খালের পূর্ব পাড় থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করে পুলিশ।  তার অনুমানিক বয়স ৩০-৩৫ বছর। মরদেহের পরণে গ্রে কালারের গ্যাভাডিনের মোবাইল প্যান্ট, গায়ে কালো রংয়ের শার্ট এবং পায়ে বেল্ট যুক্ত স্যান্ডেল ছিল। পরিহিত প্যান্টের পকেটে একটি প্লাস ও দুইটি চাবি পাওয়া গেছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। পরিচয় জানতে সব থানায় বেতার বার্তা প্রদান করা হয়েছে। বিভিন্নভাবে পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মে ১০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।