ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১০৮ দুস্থকে টিন ও অর্থ সহায়তা এমপি সাকিবের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মে ১৩, ২০২৪
১০৮ দুস্থকে টিন ও অর্থ সহায়তা এমপি সাকিবের

মাগুরা: প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোক এবং মেধাবী শিক্ষার্থী, গরিব, অসহায় ও প্রতিবন্ধী ১০৮ জনকে নগদ অর্থসহ সহায়তা দিয়েছেন সংসদ সদস্য (এমপি) সাকিব আল হাসান।

সোমবার (১৩ মে) সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা শেষে তিনি নগদ অর্থ ও টিন বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মেহেদি হাসান।

সাকিব আল হাসান বলেন, প্রধানমন্ত্রীর যে স্বপ্ন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে সবাইকেই এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের সব মানুষ যেন সব রকম সুবিধা পায় সেই ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। সেই ভালো কাজের সঙ্গে যদি আমি যুক্ত হতে পারি তাহলে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারবো।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।