ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সরিয়ে দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বিক্ষোভকারীদের।
রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরের দিকে বেশ কিছু লোক ডেইলি স্টার পত্রিকার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় দালাল ও আওয়ামী লীগের দোসর বলে স্লোগান দিতে থাকেন তারা। পাশাপাশি শুক্রবার প্রথম আলো অফিসের সামনে আরেকটি গ্রুপ অবস্থান নেযন। এরকম কয়েকদিন চলমান থাকে।
রোববার আবার অবস্থানরতরা প্রথম আলো পত্রিকার সামনে গরু জবাই দিয়ে লোকজন জড়ো করেন। আগের তুলনায় কিছুটা লোকজন বেশি হয়। গরু জবাই দিয়ে তাদের রান্নাবান্নাও চলছিল প্রথম আলোর বিপরীতে কারওয়ান বাজারের দিকে।
এসময় পুলিশ তাদের সেখান থেকে চলে যেতে বলে। তবু তারা না শুনলে এক পর্যায়ে পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেন।
তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) সোহেল রানা জানান, ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকার সামনে কয়েকদিন যাবত অবস্থানরত লোকজনকে আজকে সন্ধ্যার পরে সেনাবাহিনী ও পুলিশ সম্মিলিতভাবে সরিয়ে দিয়েছে। বর্তমানে দুই প্রতিষ্ঠানের সামনে কারও কোনো অবস্থান নেই।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এজেডএস/এসএএইচ