ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেএনএফের কর্মকাণ্ড নির্মূলে অভিযান অব্যাহত রাখার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মে ১৫, ২০২৪
কেএনএফের কর্মকাণ্ড নির্মূলে অভিযান অব্যাহত রাখার দাবি

খাগড়াছড়ি: ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিল এবং পার্বত্য চট্টগ্রামে কেএনএফ এর সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রাখার দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

বুধবার (১৫ মে) সকালে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবুর রহমান।

এ সময় সংগঠনের মহাসচিব আলমগীর কবির, লোকমান হোসেন, এসএম মাসুম রানা ও পৌরসভার প্যানেল মেয়র শাহ আলম সেখানে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ২০১৮ সালে আদালতে মৃত আইন হিসেবে ঘোষিত ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিল এবং সন্ত্রাসী সংগঠন কেএনএফ এর সঙ্গে কোনো ধরনের সংলাপ চলবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ১৫, ২০২৪
এডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।