বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নের থুইসা খিয়ান পাড়ায় আগুন লেগে ১১টি বসতঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৭মে) সকালে থানচি থুইসা খিয়ান পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়া জানান, থানচি সদর থেকে দক্ষিণ পূর্বে প্রায় ৮০ কিলোমিটার দূরে থুইসা খিয়ান পাড়ার একজনের ঘরের রান্নার চুলা থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পার্শ্ববর্তী বসতবাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ১১টি বসতঘরের মালামাল সব পুড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আহতদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জিন্নাপাড়া ক্যাম্পে মেডিকেল সহকারীরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। আহতরা বর্তমানে আশঙ্কা মুক্ত।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, সকালে থুইসা পাড়ায় আগুন লাগে। মুহূর্তেই আগুন জিন্নাপাড়ায় ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী বিজিবি ক্যাম্পের সদস্যরা তা নিভাতে কাজ শুরু করেন। আগুনে কয়েকজন আহত হওয়ায় তাদেরকে বিজিবির সহায়তায় প্রাথমিক চিকিৎসাসেবা, ওষুধ ও দুপুরে রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে।
থানচি ২ নম্বর তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা জানান, তিন্দু ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থুইসা পাড়ায় আগুনে ১১টি বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহায়তা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ১৭, ২০২৪
এসআরএস