ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

তরুণ প্রজন্মকে সৎ মানুষ হওয়ার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, মে ২২, ২০২৪
তরুণ প্রজন্মকে সৎ মানুষ হওয়ার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ঢাকা: তরুণ প্রজন্মকে সৎ মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

তিনি বলেন, প্রশিক্ষিত পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা তরুণ প্রজন্মের জন্য যুদ্ধ করেছিলাম একটি স্বাধীন দেশ হবে এই প্রত্যাশা নিয়ে।

সুতরাং তরুণরা যেন পড়াশোনা করে ভালো মানুষ হন এবং ভালো কর্মী হয়ে দেশের উন্নতি করতে পারে। তরুণদের একটি আবিষ্কার সারা পৃথিবীকে বদলে দিতে পারে।

মঙ্গলবার (২১ মে) আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান জাদুঘরে ‘আন্তর্জাতিক জাদুঘর দিবস’ উপলক্ষ্যে এক সেমিনার ও তরুণ শিক্ষার্থীদের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

২০০৯ সালে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সূচনা থেকে তার উদ্যোগে মোবাইল অ্যাপস ব্যবহারের সফলতা প্রসঙ্গে ইয়াফেস ওসমান বলেন, তখন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪ কোটি, যেটি ১০ কোটিতে উন্নীত হয়েছিল। এমনকি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত পুরো জাতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সেবা পেয়েছে। প্রযুক্তির কল্যাণে কৃষকের সন্তান একইসঙ্গে ল্যাপটপ ও লাঙ্গল ব্যবহারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

তরুণদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বিজ্ঞানকে আনন্দের সঙ্গে এবং সহজভাবে শিখতে হবে। বঙ্গবন্ধু এবং তার পরিবার এ দেশের জন্য জীবন দিয়েছেন। তার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে তোমাদের তৈরি হতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার ২৮ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এতে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী, শিক্ষকসহ বিজ্ঞানসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, মে ২২, ২০২৪
এসএমএকে/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।