ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় রিমাল: রাজধানীতে প্রাইভেটকারের ওপর ভেঙে পড়ল গাছ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, মে ২৭, ২০২৪
ঘূর্ণিঝড় রিমাল: রাজধানীতে প্রাইভেটকারের ওপর ভেঙে পড়ল গাছ গাড়ির ওপর ভেঙে পড়া গাছ সরানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: সংগৃহীত

ঢাকা: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে বইছে তীব্র ঝোড়ো হাওয়া। এতে উত্তরায় একটি গাছ ভেঙে সড়কে থাকা গাড়ির ওপরে পড়েছে।

তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২৭ মে) দুপুর ১২টার পর উত্তরার জসিমউদ্দীন রোড এলাকায় গাছটি ভেঙে সড়কে চলন্ত প্রাইভেটকার ওপরে পড়ে।  

ফায়ার সার্ভিস সদর দপ্তরের লিডার জীবন মিয়া বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে গাছটি অপসারণ করেন এবং রাস্তা পরিষ্কার করেন। দুর্ঘটনায় আহত বা নিহতের কোনো সংবাদ মেলেনি।

ফায়ার সার্ভিস জানায়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝোড়ো হাওয়ায় মিরপুর, উত্তরা, কুর্মিটোলা, বারিধারা ও মোহাম্মদপুরে গাছ উপড়ে পড়া এবং কিছু জায়গায় গাছের ডাল ভেঙে পড়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে সেখানে গিয়ে ভেঙে পড়া গাছ ও ডাল অপসারণে ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছেন।

রাজধানীতে মোট কতটি গাছ ভেঙে পড়েছে, এখনো তার পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যায়নি।

রোববার (২৬ মে) রাতে উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রিমাল বৃষ্টি ঝরিয়ে ক্রমশ নিম্নচাপে পরিণত হয়েছে। আরও বৃষ্টি ঝরিয়ে এটি দুর্বল হয়ে দেশের পশ্চিম-উত্তর দিকে চলে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।