ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

তাড়াশে ট্রাক্টর-নছিমন সংঘর্ষে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জুন ৫, ২০২৪
তাড়াশে ট্রাক্টর-নছিমন সংঘর্ষে চালক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ট্রাক্টর ও নছিমনের সংঘর্ষে ট্রাক্টরের চালক মো. তোজাম উদ্দিনের (৩৮) মৃত্যু হয়েছে।

বুধবার (৫ জুন) সকালে উপজেলার মানিকচাপর এলাকায় তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. তোজাম উদ্দিন উপজেলার তালম ইউনিয়নের উপরসিলেট গ্রামের মৃত মো. সিরাজ আলীর ছেলে।  

ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক।  

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি জমি চাষ করে ট্রাক্টর নিয়ে তোজাম উদ্দিন গ্রামের সড়ক থেকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে উঠছিলেন। এসময় তাড়াশ থেকে আসা খড় বোঝাই একটি নছিমনের (শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন) সঙ্গে ট্রাক্টরটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরচালক তোজাম উদ্দিন নিহত হন। দুর্ঘটনার পর নছিমনে থাকা তিনজনকে আটক করেন স্থানীয় লোকজন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ৫, ২০২৪

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ