ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

ট্রাকের পেছনে ডিমবোঝাই পিকআপের ধাক্কা, চালক ও হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জুন ৬, ২০২৪
ট্রাকের পেছনে ডিমবোঝাই পিকআপের ধাক্কা, চালক ও হেলপার নিহত

টাঙ্গাইল: সেতুতে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দিল ডিমবোঝাই পিকঅ্যাপভ্যান। এ দুর্ঘটনায় ওই ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুন) ভোরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৮ নং সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দুজনের মধ্যে একজন কুষ্টিয়া সদর উপজেলার মুনসুর আলীর ছেলে শিপন আলী।  

কালিহাতী উপজেলার এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর রাতে উত্তরবঙ্গ থেকে একটি ডিমবোঝাই পিকআপভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। পথে সেতু এলাকার ৮ নং ব্রিজে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। পরে আমরা গিয়ে ঘটনাস্থল থেকেই চালক ও হেলপারের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু থানায় হস্তান্তর করি।  

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা,জুন ৬, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।