ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জালে উঠে এল ভাই-বোনের লাশ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জুন ৭, ২০২৪
জালে উঠে এল ভাই-বোনের লাশ 

কক্সবাজার: জেলার রামু উপজেলার রাজারকুলে ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যার দিকে রাজারকুল ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ডুবে মারা যাওয়া ভাই-বোন হলো, রাজারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৌলবী পাড়া গ্রামের প্রবাসী আব্দুল্লাহর ছেলে রিহাব (৭) ও  মেয়ে মারিয়া (৫)।  

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খুঁজতে খুঁজতে সন্ধ্যার দিকে রেললাইনের পাশে একটি ডোবায় তাদের মরদেহ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, হাসমত নামে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের একটি ব্রিজের মুখের ডোবায় জাল ফেলেন। ওই জালেই দুই শিশুর মরদেহ আটকে যায়। পরে তিনি জাল তুলতে গেলে মরদেহ দেখে ভয়ে চিৎকার করে পালিয়ে যান। এরপর স্থানীয়দের সঙ্গে নিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য এরশাদ উল্লাহ বলেন, বিকেলে দুই ভাই-বোনকে একসঙ্গে এলাকায় ঘুরতে দেখেছেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, ডোবার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুই শিশুর মৃত্যুর তথ্য কেউ থানায় জানাননি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ এলে খতিয়ে দেখা হবে।  

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জুন ০৭, ২০২৪
এসবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।