ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পানছড়িতে বাসায় ঢুকে ইউপিডিএফ সমর্থককে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, জুন ৯, ২০২৪
পানছড়িতে বাসায় ঢুকে ইউপিডিএফ সমর্থককে গুলি করে হত্যা

খাগড়াছড়ি: জেলার পানছড়িতে বাসায় ঢুকে বরুণ বিকাশ চাকমা (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (৮ জুন) রাত আনুমানিক ৯টার দিকে পানছড়ির দুর্গম দুদুকছড়ার ভারত সীমান্তবর্তী হাতিমারা এলাকায় এই ঘটনা ঘটে।

বরুণ ওই এলাকার সুধীর বিকাশ চাকমার ছেলে। তিনি ইউনাইটেড পিপলষ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থক বলে জানা গেছে।

ইউপিডিএফের খাগড়াছড়ির সংগঠক অংগ্য মারমা বলেন, জেএসএস সন্তু গ্রুপের তিন থেকে চারজন অস্ত্রধারী বাসায় ঢুকে বরুণকে গুলি করে পালিয়ে যায়। বরুণ আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন। কর্মীদের না পেয়ে তারা আমাদের সমর্থকদের হত্যা করছে। পাহাড়ের পরিস্থিতি অশান্ত করছে জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাই।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম জানান, ঘটনার খবর শুনেছি। দুর্গম স্থান হওয়ায় তাৎক্ষণিক পৌঁছানো কঠিন।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, জুন ০৮, ২০২৪
এডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।