ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জুন ৯, ২০২৪
বাগেরহাটে যুবক খুন

বাগেরহাট: বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় বাশার খলিফা (২২) নামে এক যুবক খুন হয়েছেন।  

রোববার (০৯ জুন) সকালে নাগেরবাজারর কাছে সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

 

নিহত বাশার খলিফা শহরের নাগেরবাজার রেলওয়ে বস্তির প্রয়াত আব্দুল আজিজ খলিফার ছেলে। বাশার পেশায় ভাঙারি বিক্রেতা ছিলেন।  

নিহতের বড় ভাই মাহবুব খলিফা বলেন, শনিবার রাত ৯টার দিকে বাশার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। ভোর ৫টার দিকে রাস্তায় তার মরদেহ দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়।

পরিবারের বরাত দিয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, রোববার ভোরে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার রাস্তায় বাশার খলিফার মরদেহ দেখে বাড়িতে ও পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ সেখানে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। বাশারের মাথার পেছনে ও সামনে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তার মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করে হত্যা করেছে। কারা কেন তাকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জুন ৯, ২০২৪

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।