ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জুন ১১, ২০২৪
চাঁদপুরে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩ 

চাঁদপুর: চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার চালকসহ দুজন।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ গোগরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

অটোরিকশার চালক আবদুল আহাদসহ আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি ট্রাক একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সবুজ (২৫) নামে এক যাত্রী মারা যান। এসময় আহত হন অটোরিকশার চালকসহ চারজন। আহতদের চাঁদপুর সরকারি হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল আরও দুজনকে মৃত ঘোষণা করেন।  

নিহত বাকি দুজন ও আহত একজনের নাম ঠিকানা জানা যায়নি।  

এদিকে দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ করে রাখেন স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুন ১১, ২০২৪

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।