ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিসিটিভি স্থাপনে ব্যয় বাড়লো ১৩ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুন ১১, ২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিসিটিভি স্থাপনে ব্যয় বাড়লো ১৩ কোটি টাকা

ঢাকা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিসিটিভি মনিটরিং সিস্টেম স্থাপনে ১৩ কোটি ১৪ লাখ ২৮ হাজার ৪১৮ টাকা ব্যয় বাড়িয়েছে সরকার। এতে প্রকল্পটি ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৪২ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার ১৮১ টাকা।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিসিটিভি মনিটরিং সিস্টেম স্থাপন সংক্রান্ত প্রকল্পের প্রথম ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। প্রকল্পটির মূল চুক্তিমূল্য ১২৯ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা ৭৬৩ টাকা। নতুন করে ব্যয় বাড়ানোর ফলে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪২ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার ১৮১ টাকা।

এদিকে সভায় ‘টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফর রোড ট্রান্সপোর্ট কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি’ প্রকল্পের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ৬৭ কোটি ৯ লাখ ১৬ হাজার ৫৫৬ টাকা।

প্রকল্পটির প্যাকেজ নম্বর এসভিসি-পি২ (সিএস-০২)-এর আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের লক্ষ্যে সংক্ষিপ্ত তালিকাভুক্ত সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করা হলে পাঁচটি প্রতিষ্ঠান কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিল করে।

সবগুলো প্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। প্রস্তাবের সকল প্রক্রিয়া শেষে পিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশকৃত রেসপনসিভ সর্বোচ্চ স্কোর অর্জনকারী দরদাতা প্রতিষ্ঠান ভারতে লিও অ্যাসোসিয়েট সাউথ এশিয়া, করিয়ার ইয়োশিন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এবং বাংলাদেশের দেভকন, ডিপিএম ও ডিইউএল-কে ৬৭ কোটি ৯ লাখ ১৬ হাজার ৫৫৬ টাকায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরামর্শক প্রতিষ্ঠান বাংলাদেশব্যাপী বিস্তৃত ছয়টি সড়ক (৫৫৭ কি.মি.) খানপুর ও পানগাঁও আইসিটি, ধীরাশ্রম আইসিডির সংযোগ সড়কসহ সওজ নেটওয়ার্কে অবস্থিত লেভেল ক্রসিংগুলো নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বিস্তারিত নকশা প্রণয়ন কার্যক্রম সম্পাদন করবে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জুন ১১, ২০২৪
জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।