ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জুন ২০, ২০২৪
খুলনায় বজ্রপাতে কিশোরের মৃত্যু ফাইল ছবি

খুলনা: খুলনার বটিয়াঘাটা উপজেলায় বজ্রপাতে আল-মামুন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে খারাবাদ এলাকার কড়িয়া ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

 আল-মামুন বটিয়াঘাটার খারাবাদ এলাকার মনি চৌকিদারের ছেলে।

স্থানীয়রা জানান, আকাশে মেঘ দেখে কড়িয়া ভিটায় গরু আনতে যায় আল-মামুন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ২০, ২০২৪
এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।