ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

ইজিবাইক চালানোর আড়ালে বেচতেন হেরোইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জুন ২১, ২০২৪
ইজিবাইক চালানোর আড়ালে বেচতেন হেরোইন

মেহেরপুর: ইজিবাইক চালানোর আড়ালে হেরোইন বিক্রি করার অভিযোগে মিয়ারুল ইসলাম (৫৮) নামে এক ইজিবাইকচালককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) রাত সাড়ে ১২টার দিকে মেহেরপুর সদর উপজেলার নুরপুর মোড়ে চেকপোস্ট বসিয়ে তাকে হেরোইনসহ আটক করা হয়।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটক মিয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী হরিরামপুর গ্রামের বাসিন্দা।

মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, হরিরামপুর থেকে হেরোইনের একটি চালান পিরোজপুরের দিকে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে নুরপুর মোড়ে তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসানো হয়। এসময় ব্যাটারিচালিত একটি ইজিবাইক ও এর চালক মিয়ারুলের দেহ তল্লাশি করে হেরোইন পাওয়ায় মিয়ারুলকে আটক করা হয়।  

এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জুন ২১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।