ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাসার সামনেই বাইক থেকে পড়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জুন ২২, ২০২৪
বাসার সামনেই বাইক থেকে পড়ে যুবক নিহত প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় মিহাদ (২০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রহনপুর -নাচোল সড়কের চিনিয়াতলায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মিহাদ ওই এলাকার আসাদুল হকের ছেলে।  

রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে উপপরিদর্শক সুজাউদ্দৌলা জানান, শনিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে তার বাসার সামনের রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলে মৃত্যু হয়। পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুন ২২, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।