ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় মাইক্রোবাসচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
কুমিল্লায় মাইক্রোবাসচাপায় পথচারী নিহত

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে মাইক্রোবাসের চাপায় মো. মোস্তফা কামাল (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।  

রোববার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সুয়াগাজী ট্রাফিক চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কামাল পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার জয়মঙ্গলপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয়রা জানান, রাতে কামাল অটোরিকশা সুয়াগাজী চৌমুহনী একটি গ্যারেজে রেখে মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি ফেলে রেখে চালক পালিয়ে যান।

সোমবার (২৪ জুন) সকালে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনার খবর কিছুক্ষণ আগে পেয়েছি। এ বিষয়ে জানতে ফোর্স পাঠাচ্ছি।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।