ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে পিকআপের ধাক্কায় শিশুসহ অন্তঃসত্ত্বা নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
পিরোজপুরে পিকআপের ধাক্কায় শিশুসহ অন্তঃসত্ত্বা নিহত 

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় পিকআপভ্যানের ধাক্কায় দুইজন পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

 

সোমবার (২৪ জুন) সকালে ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের দক্ষিণ ইকড়ি গ্রামে দুর্ঘটনাটি ঘটে।  

নিহতরা হলেন - গৃহবধূ ঝুমাইয়া আক্তার (৩২) ও শিশু হাওয়া (৯)।  

আহতরা হলেন - ইয়াসিন (৫), মায়া বেগম (৩৫) হাফিজা আক্তার (মিস্টি) (২৮), হোসেন সাহেব (৩২)। আহত ৪ জনকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক পিকআপভ্যান ও এর চালককে আটক করেছে।  

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, দুর্ঘটনার পর পিকআপভ্যান এবং এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে সাড়ে ৭টার দিকে স্বজনদের চট্টগ্রামের বাসে উঠিয়ে দিতে এসে ভান্ডারিয়ার ইকড়ি গ্রামের হাওলাদার বাড়ি নামক স্থানে সড়কের পাশে স্তূপ করা গাছে বসে অপেক্ষা করছিল পরিবারটি। এ সময় মঠবাড়িয়া থেকে আসা মোবাইল টাওয়ারের বিদ্যুৎ সংযোগের কাজ করা একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অন্তঃসত্ত্বা ঝুমাইয়া বেগম ও শিশু হাওয়া আক্তার নিহত হন। আহতদের প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায়  বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।