ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে রেললাইনে পড়েছিল এক ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
ঝিনাইদহে রেললাইনে পড়েছিল এক ব্যক্তির মরদেহ

ঝিনাইদহ: জেলার কোটচাঁদপুর উপজেলায় রেললাইন থেকে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার বলুহর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

রেলের এক লাইনম্যান জানান, কোটচাঁদপুর স্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার বলুহর গ্রামের বটতলা মাঠ এলাকার ৯৯/৮ এর ১০০/০ নম্বর পিলারের কাছে অজ্ঞাত এক যুবকের খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার মরদেহটি উদ্ধার করে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল-মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।