ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামুর বাঁকখালী নদীতে মিলল যুবকের গলাকাটা মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
রামুর বাঁকখালী নদীতে মিলল যুবকের গলাকাটা মরদেহ

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মধ্যম উমখালী এলাকায় বাঁকখালী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নদীতে মরদেহ উদ্ধার করা হয়।

দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান খোদেশতা বেগম রীনা বলেন, বিকেলে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মধ্যম উমখালী এলাকায় বাঁকখালী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তিনি বিষয়টি রামু থানা পুলিশ এবং রামু ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের সদস্যসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় যুবকের মরদেহ গলাকাটা অবস্থায় ছিল। তার নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।  নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছরের বেশি বলে ধারণা করা হচ্ছে।

ওসি জানান, মরদেহটি কীভাবে ভেসে এলো এবং কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা জানতে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।
 
নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি তাহের দেওয়ান।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।