দিনাজপুর: সামজিক যোগাযোগমাধ্যমে দিনাজপুর জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ফেসবুক পেজ ও আইডি খুলে বিভিন্ন এতিমখানা ও মাদরাসার নামে আর্থিক সাহায্য চেয়ে প্রতারণা করার অভিযোগে রবিউল ইসলাম রবি (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (১ জুলাই) দুপুরে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন। এ সময় দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার (৩০ জুন) রোববার সন্ধ্যায় শহরের যোগেনবাবুর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তার রবিউল ইসলাম রবি শহরের বড়বন্দর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, দিনাজপুর জেলা পুলিশের নামে ফেসবুক পেজ খুলে এতিম খানা ও মাদরাসার নামে আর্থিক সহায়তা চেয়ে পোস্ট করেন অজ্ঞাত ব্যক্তি। বিষয়টি দৃষ্টিগোচর হলে সাইবার ক্রাইম ইউনিট ও ডিবি টিম আসামি শনাক্তে মাঠে নামে। পরে আসামি শনাক্ত করে রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করা হয়।
এ সময় আসামির মোবাইল চেক করে জেলা পুলিশসহ বিভিন্ন নারী ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে ১৫টি আইডি লগইন অবস্থায় পাওয়া যায়। দিনাজপুরের বিশিষ্ট জনসহ তাদের নামে আইডি খুলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করে প্রতারণা করছে। এর সঙ্গে আরো কেউ জড়িত কি না সে বিষয়ে তদন্ত চলছে। যদি কেউ জড়িত থাকে তাকেও আইনের আওতায় আনা হবে। বিকেলে সাইবার ক্রাইম আইনে আসামির বিরুদ্ধে মামলা করে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
জেএইচ