ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

মুহুরি নদীর পানি বিপদসীমার ওপর, বাঁধ ভাঙার শঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
মুহুরি নদীর পানি বিপদসীমার ওপর, বাঁধ ভাঙার শঙ্কা

ফেনী: ভারী বৃষ্টিপাত ও ভারতীয় উজানের পানিতে মুহুরি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বাঁধ ভাঙার শঙ্কা রয়েছে।

সোমবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলগাজী কাঁচাবাজার সংলগ্ন এলাকা দিয়ে পানি প্রবেশ করে। এতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক প্লাবিত হয়েছে।

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম বলেন, ভারতীয় উজানের কারণে মুহুরি নদীর পানি বেড়ে ফুলগাজী বাজারে পানি প্রবেশ করেছে। বৃষ্টি অব্যাহত থাকলে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এখনো নদীর পানি বাড়ছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার বলেন, ফুলগাজী উপজেলার দৌলতপুর, বরইয়া, ঘনিয়ামোড়া এলাকায় ভাঙনের শঙ্কা রয়েছে। নদীর পানি বাড়ছে।

এ ব্যাপারে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নদীর পানি ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানিতে ইতোমধ্যে ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। এছাড়া উপজেলার আমজাদহাট ইউনিয়নের গইয়াছড়া এলাকায় কহুয়া নদীর পানি প্রবেশ করছে। দুর্যোগ মোকাবিলায় শুকনো খাবারসহ অন্যান্য সকল ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান ইউএনও।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
এসএইচডি/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।