নোয়াখালী: ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (৩ জুলাই) রাত ৯টা ৭ মিনিটে সোনাইমুড়ী রেলস্টেশনের আউটার সিগন্যালে এ হামলার ঘটনা ঘটে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিক এ হামলার কোনো কারণ জানাতে পারেনি।
সোনাইমুড়ী রেলওয়ে স্টেশন সূত্র জানায়, বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি সোনাইমুড়ীর আউটার সিগন্যানে পৌঁছালে চলন্ত ট্রেনে একদল দুর্বৃত্ত ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত ক বগির দুটি জানালার গ্লাস ভেঙে যায়। তবে জানালার পাশে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
সোনাইমুড়ী রেলওয়ে স্টেশন মাস্টার আবু ছায়েদ জানান, চলন্ত ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের বিষয়টি শুনেছি। খবর পেয়ে চৌমুহনী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।
বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
এসআই