ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হিজড়াদের ধাক্কায় বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
হিজড়াদের ধাক্কায় বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

ময়মনসিংহ: জেলার ভালুকায় যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন।

 

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভারাডোবা বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটে।  

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঘটনার সময় ময়মনসিংহগামী একটি বাসে উঠার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধ। এসময় বেশ কয়েকজন তৃতীয় লিঙ্গ (হিজরা) একই বাসে উঠতে চাইলে চালকের সহকারী হিজড়াদের বাসে উঠতে বাধা দিলে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় তাদের ধাক্কায় ওই বৃদ্ধ নিজেকে সামলাতে না পেরে সড়কের ওপর ছিটকে পড়ে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

প্রত্যক্ষদর্শীদের দাবি, একদল হিজরা বাসে উঠার জন্য ধাক্কাধাক্কি শুরু করলে ওই বৃদ্ধ লোকটি সড়কে পড়ে যান। এসময় বাস ছেড়ে দিলে পিছনের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি।  

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের নাম ঠিকানা এখনও যায়নি। তবে তার পরিচয় নিশ্চিত করে ইতোমধ্যে পিবিআই পুলিশ ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।