কুমিল্লা: কোটা বাতিল করে দেওয়া প্রজ্ঞাপন হাইকোর্ট অবৈধ ঘোষণা করার প্রতিবাদে ও প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন।
এসময় বিক্ষোভকারীরা ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই,’ ‘আমার সোনার বাংলায় বৈষ্যমের ঠাঁই নাই,’ ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছ’ -ইত্যাদি স্লোগান দিতে থাকেন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত (দুপুর ২টা) শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছিলেন।
এদিকে অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে যানজট সৃষ্টি হয়েছে।
বাংলা বিভাগের শিক্ষার্থী নুরুল ইসলাম ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, ২০১৮ সালের পরিপত্রের বাস্তবায়ন চাই। সরকারি চাকরিতে এ বৈষম্য দূর করতে হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। নইলে লাগাতার আন্দোলন চলবে।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
এসআই