ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোটা বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
কোটা বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা: কোটা বাতিল করে দেওয়া প্রজ্ঞাপন হাইকোর্ট অবৈধ ঘোষণা করার প্রতিবাদে ও প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন।

এরপর বেলা সাড়ে ১২টার দিকে কোটবাড়ি বিশ্বরোড গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন তারা।

এসময় বিক্ষোভকারীরা ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই,’ ‘আমার সোনার বাংলায় বৈষ্যমের ঠাঁই নাই,’ ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছ’ -ইত্যাদি স্লোগান দিতে থাকেন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত (দুপুর ২টা) শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছিলেন।  

এদিকে অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে যানজট সৃষ্টি হয়েছে।  

বাংলা বিভাগের শিক্ষার্থী নুরুল ইসলাম ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, ২০১৮ সালের পরিপত্রের বাস্তবায়ন চাই। সরকারি চাকরিতে এ বৈষম্য দূর করতে হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। নইলে লাগাতার আন্দোলন চলবে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।