ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

নাটোরে অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
নাটোরে অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

নাটোর: জেলার লালপুরে অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কায় মোছা. রুবিনা খাতুন (৩৫) ও মোছা. রোকেয়া খাতুন (৩) নামে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (০৪ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের রহিমপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন।

নিহত রুবিনা খাতুন লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের উধনপাড়া এলাকার মাহাবুব আলমের স্ত্রী এবং রোকেয়া তাদের সন্তান। নিহত দুইজন সম্পর্কে মা ও মেয়ে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে রুবিনা খাতুন তার শিশু সন্তান রোকেয়াকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে অটোরিকশায় করে পার্শ্ববর্তী বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের রহিমপুর জামতলা এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি মাইক্রোবাস তাদের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনা খাতুন ও তার মেয়ে রোকেয়ার মৃত্যু হয়। এ সময় আরও তিনজন অটোরিকশার যাত্রী আহত হলেও তাদের নাম-পরিচয় জানা যায়নি।

তবে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল বর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ঘাতক মাইক্রোবাসটি জব্দ  করা হয়েছে। কিন্তু ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনা মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি চালককে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।