ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিএনসিসির গবেষণার উপাত্ত বিশ্লেষণ করবে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
ডিএনসিসির গবেষণার উপাত্ত বিশ্লেষণ করবে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি 

ঢাকা: গবেষণা কর্মের নির্ভুল ফলাফল পেতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তথ্য-উপাত্ত বিশ্লেষণে সহযোগিতা করবে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) ডিএনসিসির প্রধান কার্যালয় নগরভবনে মোনাশ বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক সই করে ডিএনসিসি।

 

ডিএনসিসির পক্ষ থেকে এর প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম ও মোনাশ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইকোনমিকস অ্যান্ড সাসটেইনিবিলিটি বিভাগের অধ্যাপক আসাদ ইসলাম এ চুক্তি সই করেন।  

এ সময় ডিএনসিসির স্মার্ট সিটি পরামর্শক ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, সহকারী নগর পরিকল্পনাবিদ ফারজানা ববি, তথ্য কর্মকর্তা মো. পিয়াল হাছান, মোনাশ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ইমরুল কায়েস, তারান্নুম বেগ উপস্থিত ছিলেন।  

চুক্তি অনুযায়ী ডিএনসিসির সব ধরনের গবেষণা কার্যক্রমের ফলাফল তৈরিতে সহযোগিতা করবে।  

এছাড়াও মোনাশ বিশ্ববিদ্যালয় বর্জ্য ব্যবস্থাপনায় স্থায়ী সমাধান বিষয় নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৪
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।