ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আসমানী পরিবহনের বাস নিয়ে দ্বন্দ্ব, ডেমরা থেকে বন্ধ চলাচল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
আসমানী পরিবহনের বাস নিয়ে দ্বন্দ্ব, ডেমরা থেকে বন্ধ চলাচল

ঢাকা: আসমানী পরিবহন নামে একটি কোম্পানির বাস নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হওয়ায় রাজধানীর ডেমরা এলাকা (স্টাফ কোয়ার্টার) থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। এ খড়্গ লেগেছে অন্যান্য বাস পরিবহন মালিকদেরও।

জানা গেছে, ডেমরা থেকে অন্তত আটটি কোম্পানির ৮০০ বাস চলাচল বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জের মদনপুর ও গাউছিয়া এলাকা থেকে যেসব বাস ডেমরা হয়ে ঢাকায় যাত্রী পরিবহন করে সেগুলোও বন্ধ আছে।

মঙ্গলবার (৯ জুলাই) ভোর ৫টা থেকে এ অবস্থার সৃষ্টি হয়। ফলে যাত্রীরাও পড়েছেন চরম ভোগান্তিতে।

খোঁজ নিয়ে জানা গেছে, ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে আটটি কোম্পানির বাস যাত্রী পরিবহন করে। এর মধ্যে, অছিম ও রাজধানী পরিবহন ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে গাবতলী রুটে; রমজান পরিবহন ডেমরা থেকে মোহাম্মদপুর; আলিফ পরিবহন ডেমরা থেকে মিরপুর; আশিয়ান ও রানীমহল পরিবহন ডেমরা থেকে গুলিস্তান; গাউছিয়া এক্সপ্রেস ও গ্লোরী পরিবহনগাউছিয়া থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে গুলিস্তান ও আসমানী পরিবহন মদনপুর থেকে ডেমরা থেকে আব্দুল্লাহপুরে চলাচল করে।

আসমানী পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম বলেন, ফেরদৌস ভূঁইয়া রুবেল নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ডেমরায় গণপরিবহনে চাঁদাবাজি করেন। কিছুদিন ধরে তিনি স্থানীয় সংসদ সদস্যের প্রভাব দেখিয়ে আসমানী পরিবহনের সব বাস দখলের চেষ্টা করেন। তার চাঁদাবাজি ও বাস দখলের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে এসব রুটের সব বাস মালিক গণপরিবহন বন্ধ রেখেছেন। রুবেলকে গ্রেপ্তার না করা পর্যন্ত বাস বন্ধ থাকবে।

বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ হচ্ছে বলেও স্বীকার করেন রফিকুল। তিনি আরও বলেন, ফেরদৌস আহমেদ রুবেলের চাঁদাবাজির বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে। এখন আমরা ডিএমপি কার্যালয়ে আছি।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্টাফ কোয়ার্টার এলাকা পরিদর্শন করে চাঁদাবাজি বন্ধ করবেন বলে আশ্বাস দিয়েছেন বলেও তিনি জানান।

পরিবহন মালিকদের আরেকটি পক্ষ জানায়, নারায়ণগঞ্জ ও আব্দুল্লাহপুর রুটে আসমানী পরিবহনের নামে ফেরদৌস ভূঁইয়া রুবেলের কয়েকটি বাস চলে। এসব বাসের মালিকানা নিয়ে আসমানী পরিবহনের অন্য মালিকদের সঙ্গে তার দ্বন্দ্ব রয়েছে। এখন আসমানীসহ অন্যান্য পরিবহনের মালিকরা সব এক হয়ে ফেরদৌস ভূঁইয়া রুবেলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারই অংশ হিসেবে আজ সব গণপরিবহন বন্ধ রেখেছেন তারা।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইকবাল হোসাইন বলেন, আসমানী পরিবহন নিয়ে ফেরদৌস ভূঁইয়া রুবেলের সঙ্গে অন্য মালিকদের দ্বন্দ্বের প্রতিবাদে আসমানী পরিবহন যাত্রী পরিবহন বন্ধ রেখেছে। রুবেল চাঁদাবাজি করেন বলে তার বিরুদ্ধে এখনো কেউ থানায় অভিযোগ করেননি।

যাত্রীদের দুর্ভোগ নিরসন নিয়ে করা এক প্রশ্নের উত্তরে ওয়ারীর উপ-পুলিশ কমিশনার বলেন, আপাতত সমস্যা সমাধানে আমি ব্যর্থ। আলাপ আলোচনা চলছে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
এনবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।