ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কোটা সংস্কার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
কোটা সংস্কার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

বরিশাল: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শুরু করা বিক্ষোভ মশাল মিছিলের মধ্য দিয়ে শেষ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ৩টায় শুরু হওয়া বিক্ষোভ শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যান। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন।

আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হবেন তারা।

এদিকে আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ ব্যাচের সঙ্গে দশম ব্যাচের শিক্ষার্থীদের মারামারির ঘটনা ঘটেছে। এ সময় জাহিদুল নামে এক শিক্ষার্থী মারধরের শিকার হন। মারামারির ছবি তুলতে গেলে তাতে সাংবাদিকদের বাধা দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে এমন ঘটনা ঘটেছে। যার সমাধানও হয়েছে। আর এতে কর্মসূচিতে কোনো প্রভাব পড়বে না।

এর আগে দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় ২ ঘণ্টা বরিশাল মহানগরের নতুল্লাবাদ বাসটার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিএম কলেজের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৪
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।