ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

১৪ বছর পালিয়ে থেকেও লাভ হলো না স্ত্রী হত্যাকারী ইকবালের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
১৪ বছর পালিয়ে থেকেও লাভ হলো না স্ত্রী হত্যাকারী ইকবালের

বরিশাল: স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি স্বামী ইকবাল বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ইকবাল জেলার গৌরনদী উপজেলার লক্ষনকাঠী গ্রামের আবুল কালাম বেপারীর ছেলে।

তিনি ১৪ বছর পলাতক জীবন পার করছিলেন।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে এসব তথ্য জানান গৌরনদী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বাড্ডা এলাকায় রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে ইকবাল বেপারীকে গ্রেপ্তার করা হয়। স্ত্রী হত্যার দায়ে ২০০৫ সালে মৃত্যুদণ্ডের রায় হয়েছিল তার বিরুদ্ধে। এ রায়ের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে আপিল করেছিলেন দণ্ডপ্রাপ্ত। ২০১০ সালে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন উচ্চ আদালত। এরপর থেকেই পলাতক ছিলেন ইকবাল।

তিনি জানান, গ্রেপ্তারের পর ঢাকা থেকে ইকবালকে বরিশালে এনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এএসআই রফিকুল ইসলাম আরও জানান, একই অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খাঞ্জাপুরের কমলাপুর গ্রামের মোহাম্মদ আলির ছেলে জয়নাল আবেদীন ও ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি নাঠৈ গ্রামের কাজী হাবিবুর রহমানের ছেলে মনির কাজীকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।