ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ২০ কেজি গাঁজাসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
টাঙ্গাইলে ২০ কেজি গাঁজাসহ কারবারি আটক

টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীতে ২০ কেজি গাঁজাসহ মজনু শেখ (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।  

শনিবার (১৩ জুলাই) রাতে উপজেলার মুশুদ্দি পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

রোববার (১৪ জুলাই) সকালে টাঙ্গাইল আদলতের মাধ্যমে মজনুকে কারাগারে পাঠানো হয়েছে।

আটক মজনু ওই এলাকার আব্দুল বারেক শেখের ছেলে।

ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে মুশুদ্দি পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মজনুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার হেফাজতে থাকা ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মজনুকে রোববার সকালে টাঙ্গাইল আদলতের মাধ্যমে মজনুকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।