ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ২ পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতাসহ আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
মাদারীপুরে ২ পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতাসহ আহত ৬

মাদারীপুর: মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা টেটাবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ৬ জন।  সোমবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে শহরের ইউআই স্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।  

আহতরা হলেন, মাদারীপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও কলেড রোড এলাকার দুলাল হাওলাদারের ছেলে তানজুল ইসলাম তায়েব হাওলাদার (২১) ও ফিরোজ হাওলাদারের ছেলে আশিক হাওলাদার (১৮)। অন্যদের নাম পাওয়া যায়নি।

জানা গেছে, আধিপত্য নিয়ে শহরের আমিরাবাদ এলাকার মুন্নার সঙ্গে কলেড রোড এলাকার তায়েবের বিরোধ চলে আসছিল। ইউআই স্কুল মাঠে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় বিশ্রাম নিচ্ছিলেন তায়েব সমর্থকরা। এ সময় আমিরাবাদ এলাকার মুন্নার নেতৃত্বে তায়েবের লোকজনের ওপর রিফাত, আদনান, আশিকসহ বেশ কয়েকজন হামলা চালায় বলে অভিযোগ উঠে। এ খবর ছড়িয়ে পড়লে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মাদারীপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি তায়েব হাওলাদার টেটাবিদ্ধসহ আহত হয় ৬ জন।  

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদরের আড়াইশো’ শয্যা হাসপাতালে। তাদের মধ্যে ওয়ার্ড ছাত্রলীগ নেতাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।  

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।